মেম গলিতে মেয়াদোত্তীর্ন ঔষধ : জরিমানা, ফার্মেসি বন্ধ

 
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা দেওয়ান হাট এলাকার “মেম গলি”র ‘আর কে ফার্মেসীতে পাওয়া গেলো সরকারি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ। দীর্ঘদিন ধরে এ ফার্মেসীতে সরকারি ঔষধ এবং সরকারি ইঞ্জেকশন বিক্রি করে আসছে তথ্য পেয়ে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের সদস্যদের সাথে নিয়ে অভিযানে যায় জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

12970879_10153818640609843_3668031030078334124_o
অভিযানকালে দেখা যায়, ফার্মেসির মালিক নিজেই বিক্রি করছেন সরকারি ঔষধ এবং সরকারি ইঞ্জেকশন। পরে ফার্মেসী তল্লাশী করে শতকরা ৪০ ভাগ ঔষধেরই দেখা মেলেনি মেয়াদ। মেয়াদ বা উৎপাদনের তারিখ ছাড়াই আলমারির থকে থকে সাজানো আছে অধিকাংশ ঔষধ। তবে প্যাকেট খুলে দেখা যায় হাতে বানানো সিল লাগিয়ে বাড়ানো হয়েছে কিছু ঔষধের মেয়াদ।

12439350_10153818640629843_1133442106524844473_n

রোগীর সাথে এমন ধোকা কেন জানতে চাইলে ফার্মেসী মালিক রিপন জানান, ঔষধগুলো বিক্রির জন্য নয়, ফেরত দেয়ার জন্য রেখেছেন। তবে এসব ঔষধ ডিসপ্লেতে কেন রেখেছেন জানতে চাইলে মালিক রিপন কোন উত্তর না দিয়ে দু:খ প্রকাশ করে ক্ষমা চাইলেন ম্যাজিস্ট্রেটের কাছে।

 

জেলা প্রশাসনের রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, আর কে ফার্মেসী’তে মজুদ ওষুধের অধিকাংশ মেয়াদোত্তীর্ন। এছাড়া ফার্মেসিতে প্রকাশ্যে সরকারি ওষুধ এবং সরকারি ইঞ্জেকশন বিক্রি করা হচ্ছিল। ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

রিপোর্ট ::: রাজীব সেন প্রিন্স

এ এস:::জি এম এম:::আর এস পি:::ৃ..

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!