মেজর সিনহা হত্যা, অবশেষে ৭ আসামিকে রিমান্ডে নিলো র‌্যাব

সেনাবাহিনীর স্বেচ্ছায় অবসরে যাওয়া মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ৭ আসামিদের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় র‌্যাব সদস্যারা বেশ কয়েকটি মাইক্রোবাস ও মোটরসাইকেল বহর নিয়ে জেলা কারাগারে থাকা পুলিশের বহিস্কৃত ৪ সদস্য ও পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষীকে নিয়ে যায় র‌্যাব। তবে ওসি প্রদীপ, লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে এখনো নেয়া হয়নি।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন-বরখাস্তকৃত পুলিশ সদস্য এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশের দায়েরকৃত মামলার ৩ সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

এর আগে গত ৮ ও ৯ আগস্ট কক্সবাজার কারা ফটকে তাদের চারজেনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পায় র‌্যাব। ফলে তাদেরকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে ১০ আগস্ট আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার জামিল আহমদ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!