মেঘনা পাড়ে নান্দনিক বঙ্গবন্ধু রিভারভিউ পয়েন্ট করছে রেলওয়ে, বাজেট কোটি টাকা

বিশাল এলাকাজুড়ে ওয়াকওয়ে। সবুজ গাছ-ঘাস এই ওয়াকওয়েতে দেবে বাড়তি আকর্ষণ। নানা জাতের ফুল-ফল গাছের সমারোহ এতে জানাবে অভ্যর্থনা। দর্শনার্থীদের ক্লান্ত শরীর জুড়াতে এখানে থাকবে বসার ব্যবস্থাও। আবার ঠিক মাঝখানে স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন ঘরটি মনজুড়াবে যে কারও। আর এই আয়োজনটি যদি উত্তাল মেঘনা নদীর পাড়েই, তাহলেতো কথাই নেই।

হ্যাঁ, এমন এক নান্দনিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে চাঁদপুর রেলস্টেশন এলাকায়। রেলওয়ের অর্থায়নে ফ্রেব্রুয়ারী মাসে মেঘনার নদীর পাড়েই এই স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু রিভারভিউ পয়েন্ট। এক দশমিক নয় একর জায়গা জুড়ে রেল প্রকৌশল দপ্তর এ নান্দনিক রিভার ভিউ নির্মাণে ইতোমধ্যেই নকশা চূড়ান্ত করেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল দপ্তর বিষয়টি নিশ্চিত করে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী (১) আব্দুল হানিফ এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলের চাঁদপুর রেলস্টেশনের পাশে রেলওয়ের অর্থায়নে বিদেশি আদলে এ রিভার ভিউ পয়েন্ট নির্মাণ করা হচ্ছে। এক দশমিক নয় একর জায়গা ঘিরে এটি নির্মিত হবে।’

তিনি আরও বলেন, ‘প্রায় এক কোটি টাকা বাজেটের এই প্রকল্প বাস্তবায়নে টেন্ডার আহবান করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এই নান্দনিক প্রকল্পের কাজ ফ্রেব্রুয়ারীতে শুরু হবে। এই প্রকল্পের নাম রাখা হচ্ছে বঙ্গবন্ধু রিভার ভিউ পয়েন্ট।’

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!