মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ২৪ জেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার কালিরচরে উদ্ধার

Bhola Troller Dubi Pic

জেলা রিপোর্টার ভোলা

ভোলার মনপুরার ঢালচরের মেঘনায় ঝড়ের কবলে পড়ে  ট্রলারডুবির ঘটনায় নদীতে প্রায় ৪০ ঘণ্টা ভেসে থাকার পর ২৪ জেলে অবশেষে চরে গিয়ে ঠেকেছেন। শুক্রবার বেলা ১২টার দিকে জেলেরা ভাসতে ভাসতে নোয়াখালীর হাতিয়া উপজেলার কালিরচরে গিয়ে ঠেকেন নিখোঁজ জেলেরা। তাদের উদ্ধারের বিষয়টি কুতুবদিয়ার জেলে সমিতির সভাপতি আবুল বাশার জানতে পেরে চওে ট্রলার পাঠিয়েছেন বলে জানা গেছে। ‘এফবি আল্লাহ-মালিক’ নামে ফিশিং ট্রলারটি গতকাল বিকেলে ডুবে গেলে ট্রলারে থাকা দুটি বয়া, ড্রাম ও কাঠের সাহায্যে নদীতে ভাসতে থাকেন ২৪ জেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার মুজাহিদ জানান নিখোঁজ থাকা ২৪ জেলে উদ্ধার হয়েছেন তারা শারীরিকভাবে অক্ষত রয়েছেন। চর থেকে তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!