মৃত্যুর ৬ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন পটিয়ায়

চট্টগ্রামের পটিয়ায় মৃত্যুর ৬ মাস পর হোসনে আরা বেগম (৫৫) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানির উপস্থিতিতে পুলিশ লাশটি উত্তোলন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার উপ-পরিদর্শক নাজমুল কবির। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গৃহবধূ হোসনে আরা পটিয়া কৈড়গ্রাম চাঁদার পাড়া ২নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে বাড়ির পাশ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। জায়গা-জমি সংক্রান্ত কলহের জেরে ওই গৃহবধূকে হত্যা করা হয় বলে অভিযোগ করে আদালতে নিহতের পুত্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২৭ মে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল কবিরকে মামলার তদন্তভার দেওয়া হয়।
সম্প্রতি মামলার বাদী আদালতে লাশ উত্তোলনের আবেদন করলে বিচারক গৃহবধূর লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার জন্য নির্দেশ দেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার লাশটি উত্তোলন করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!