মৃত্যুর পরদিন জানা গেল কর্ণফুলী বৃদ্ধ ছিলেন করোনা পজিটিভ

চট্টগ্রামের কর্ণফুলীতে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল শরীফ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হলে আজ বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

তিনি উপজেলার জুলধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুতুবপাড়া এলাকার আসাদুজ্জামান মিস্ত্রীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালের ফ্লু-কর্নারে ভর্তি দেন এবং করোনার উপসর্গ থাকায় সকালে তার নুমনা সংগ্রহ করা হয়। কিন্তু দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, কর্ণফুলীর বাসিন্দা শরীফ নামে ৬০ বছরের এক ব্যক্তির করোনা পজেটিভ আসে। কিন্তু তিনি আগের দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!