মূল্য বেশি নেওয়ায় তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় কাপড়ের দাম বেশি নেওয়ার অপরাধে তিন কাপড় ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মে) রাতে বটতলী রুস্তমহাটের হাজী ইমাম শপিং সেন্টারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী জানান, ঈদের বাজারে ক্রেতাদের কাছ থেকে অসঙ্গতিপূর্ণ মূল্য নেওয়ার দায়ে হাজী ইমাম শপিং সেন্টারের আমির ক্লথ স্টোর, মনে পড়ে ও ব্লু -স্টারকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আনোয়ারা উপজেলা শাখার সভাপতি জাহেদুল হক, সাধারণ সম্পাদক নুরুল আবছার তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুমন শাহ্, প্রচার সম্পাদক ডিএইচ মনসুর, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ও সহ-দপ্তর সম্পাদক ওসমান গণি মনসুর।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!