মুশফিকের ব্যাট কিনে সহায়তা করা শহীদ আফ্রিদিই করোনা আক্রান্ত

প্রায় এক মাস আগে ১৫ মে বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম করোনা আক্রান্তদের সহায়তার জন্য টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুললে সেটি ১৭ লক্ষ টাকা কিনে নিয়েছিলেন পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। সেই আফ্রিদিই শনিবার (১৩ জুন) দুপুরে ফেসবুক পেইজে ঘোষণা দিলেন নিজের করোনা আক্রান্তের খবর।

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই নিজের সাধ্যমতো কাজ করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও মারকুটে অলরাউন্ডার শহিদ খান আফ্রিদি। মানুষের জন্য কাজ করতে করতে এবার তিনি নিজেই আক্রান্ত হলেন করোনায়।

আফ্রিদির আগে আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছে প্রাণও হারিয়েছেন।

নিজের ফেসবুক পেইজে আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ভয়াবহ ব্যথা করছিল। তাই (কোভিড-১৯) পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল এসেছে পজিটিভ, আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!