মুরাদপুরে ছাত্রলীগের আলোচনা সভা

আগস্ট মাস এলে ১৫ ও ২১ আগস্টের খুনিরা নানান ষড়যন্ত্রে মেতে থাকে। তাই আগস্টের খুনিদের যতদিন আইনের আওতায় এনে ফাঁসি হবে না, ততদিন এই খুনিরা ষড়যন্ত্র করেই যাবে। তাই আমাদের আর্দশিক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ঐকবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গ এবং সকল শহীদদের স্মরণ এবং ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর চত্বরে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন।

শুক্রবার (২৬ আগস্ট) বিকালে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আহাদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাকিন জাফরি পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন— কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, বেসরকারি কারা পরিদর্শক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক।

এতে অতিথি ছিলেন মুরাদপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দীন খোকন।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক এমএ হালিম সিকদার মিতু, মো. হানিফ, চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি নুরনবী সাহেদ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের নেতা ইউসুফ আলী বিপ্লব, মো. ওমর গনি, তৌহিদুজ্জামান জয়, নুরুল আবছার রাফি, শ্রাবণ বড়ুয়া, ইমান হোসেন, ইসতিয়াক আলম রিফাত, এস এম রিহান চৌধুরী, মোঃ মাহিন, আলিফ হোসাইন, রাসেল পারভেজ।

আরও বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন আবীর, ফাহিম শাহ, শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মিনহাজ, রবিউল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন সাঈদ, শফিকুর রহমান তাহসিন, সৌরভ পাল, রাকিবুল হক হৃদয়, আবু হেলাল সিদ্দিকী সোহান, সাহেদ আল মাহমুদ, মোঃ তারেক, আবু ছালেহ মো. তানভীর, মো. সৌরভ প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!