মুজিব শতবর্ষ ফুটবল দিয়ে আবারও সচল হচ্ছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন

মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে সারাদেশের মতো চট্টগ্রামের ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে আছে গত মার্চ মাস থেকে। অবশেষে ছয় মাস মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট দিয়ে আবারও সচল হচ্ছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ৯ অক্টোবর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে চার দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত চার সাধারণ সম্পাদকের নামেই দলগুলোর নামকরণ করা হয়েছে।

টুর্নামেন্টের দলের নামকরন, জার্সি উম্মোচন, ফিক্শ্চার প্রকাশ, খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ ও দলীয় কোচ নির্বাচন করার জন্য সিজেকেএস শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সিজেকেএস সহসভাপতি ও টুর্নামেন্ট সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়কারী দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব মোহা. শাহজাহান। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, এ কে এম আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার, চট্টগ্রামের ফুটবল প্রশিক্ষক আবু সরওয়ার, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক প্রমুখ।

অনুষ্ঠানে কুপনের মাধ্যমে সিজেকেএসের প্রয়াত চার জন সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ তাহের (পুতু) একাদশ, ডা. কামাল এ খান একাদশ, এস এম কামাল উদ্দিন একাদশ ও রফিক আহমেদ চৌধুরী একাদশ নামে চারটি দলের নামকরণ করা হয়। এছাড়াও কুপনের মাধ্যমে এম এ তাহের (পুতু) একাদশ দলের প্রধান প্রশিক্ষক নাছির উদ্দিন, সহকারী প্রশিক্ষক জাহাঙ্গীর আলম মিন্টু, ডা. কামাল এ খান একাদশ দলের প্রধান প্রশিক্ষক এজহারুল হক টিপু, সহকারী প্রশিক্ষক নাজিম উদ্দিন নাজু, এস এম কামাল উদ্দিন একাদশ দলের প্রধান প্রশিক্ষক হায়দার কবির প্রিন্স, সহকারী প্রশিক্ষক মো. নেজামত আলী এবং রফিক আহমেদ চৌধুরী একাদশ দলের প্রধান প্রশিক্ষক শামসুদ্দিন চৌধুরী, সহকারী প্রশিক্ষক দেবাশীষ বড়ুয়া দেবু নির্বাচিত হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!