পটিয়ায় শত প্রতিবন্ধীর মুখে হাসি—হাতে মুজিববর্ষের নতুন হুইলচেয়ার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উপহার হিসেবে পটিয়ায় হুইল চেয়ার পেয়েছে শত প্রতিবন্ধী। হুইল চেয়ার পেয়ে খুশিতে মেতে উঠেছে প্রতিবন্ধিরা।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় পটিয়ায় মুজিব বর্ষের উপহার হিসেবে ১০০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

সকাল থেকেই পটিয়া হল টু ডে’র সামনে একে একে আসতে শুরু করে পটিয়ায় সতেরটি ইউনিয়ন হতে আসা ১০০ জন প্রতিবন্ধী। কেউ এসেছেন মা—বাবার কোলে আর কেউবা এসেছেন রিকশায় চড়ে।

প্রতিবন্ধীরা হুইলচেয়ার উপহারকে অনেক বড় পাওয়া বলে মন্তব্য করেছেন।

পটিয়ায় শত প্রতিবন্ধীর মুখে হাসি—হাতে মুজিববর্ষের নতুন হুইলচেয়ার 1

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গরীব-দুঃখী মেহনতি মানুষের উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যে গৃহহীনদের তালিকা করতে বলেছেন। বাড়ি দেয়ার জন্য বলেছেন নেত্রী।

তাই মুজিব শতবর্ষে তাদের হুইল চেয়ার উপহার দিয়েছি। এছাড়াও একসাথে পটিয়া উপজেলার ২২২টি মুজিব কর্নারের উদ্বোধন করা হয়ছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!