মুজিবনগর দিবস উদযাপন আরব আমিরাতে

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় রোববার (১৭ এপ্রিল) সকালে আবুধাবি দূতাবাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। সঞ্চালনায় ছিলেন দূতাবাসের শ্রম সচিব লুতফুন নাহার নাজিম।

বক্তব্য দেন ‘বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সাধারণ সম্পাদক নাছির তালুকদার, কবীর আহমেদ এবং আশীষ বড়ুয়া।

রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, ১৯৭১ সালে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করি যার পুরোধা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে গঠিত সরকার জাতীয় চার নেতার পরিচালনায় নীতি এবং আদর্শের ওপর অবিচল থেকে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনেন বঙ্গবন্ধু। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!