মুক্তিযোদ্ধা পুলকেশ বড়ুয়া আর নেই

প্রবীণ মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী পুলকেশ বড়ুয়া আজ ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

পুলকেশ বড়ুয়া মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

তার লাশ মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশে আনা হবে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলকেশ বড়ুয়ার লাশ চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ গ্রাম করাইয়ানগর গ্রামে দাহ করা হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের পর তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন এবং পরে অবসর গ্রহণের আগ পর্যন্ত চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!