মুক্তিযুদ্ধের সংগঠক শফিউল আলমের ইন্তেকাল

মুক্তিযুদ্ধ সংগঠক মো. শফিউল (৯০) আলম রোববার (৩ নভেম্বর) বিকেল ৫টায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রাম নগরীর মিসকিন শাহ (র.) মাজার প্রাঙ্গণে বাদে এশা জানাযার পর তাকে মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুম শফিউল আলম বাংলাদেশের স্বাধিকার সংগ্রামের ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। পাকিস্তান আমলে ন্যাপের (মোজাফফর) কেন্দ্রীয় নেতা ছিলেন। দীর্ঘদিন বাম রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে দেওয়ান বাজার দেওয়ানজী পুকুর লেইন এলাকার দোলার প্রেসে স্বাধীনতা বিরোধীরা দুইবার আগুন লাগিয়ে দেয় স্বাধীন দেশের পতাকা ছাপানো ও সরবরাহের অপরাধে। ৭০ এ নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতির সংযুক্ত হন তিনি। সামরিক শাসক জেনারেল জিয়ার আমলে তাকে কারাভোগও করতে হয়েছে।

মরহুম শফিউল আলম দৈনিক আজাদীর সহ-সম্পাদক রেজাউল করিমের পিতা।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!