মিরাজই বাংলাদেশের নায়ক : ভাঙলেন ১২৯ বছরের রেকর্ড

রাজীব সেন প্রিন্স :

মিরাজই ঐতিহাসিক জয়ের নায়ক। সফরকারী ইংল্যান্ড দলের খল নায়ক। ২ ম্যাচের টিস্ট সিরিজের ম্যান অফ দ্যা ম্যাচ আর ম্যান অফ দ্যা সিরিজ দুটো পুরস্কারে মালিক মিরাজ একাই। ২ টেস্ট মিলে ১৯ টি উইকেট দখল করেন মিরাজ। যার ফলে ম্যাচসেরা ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ঢাকা টেস্ট ১২ টি এবং চট্টগ্রাম টেস্টে ৭ টি উইকেট দখলে তার।
1477849342_64

মেহেদি হাসান মিরাজের ঘূর্ণির ইন্দ্রজালে এলোমেলো করে দিয়ে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের এক এক করে ছয়টি উইকেট শিকার করে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০৮ রানে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

 

তাঁর স্পিন জাদুতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ লন্ডভন্ড করে দেয়ার ফল হিসেবে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়। দেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি—১৯ উইকেট তুলে নেওয়ার গৌরব তাঁরই। সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ উইকেট নেওয়ার ছোট্ট তালিকাতেও নাম তুলেছেন মিরাজ। এক টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেওয়ার তালিকায় মিরাজ এখন তালিকার পাঁচে।

১২৯ বছরের রেকর্ড ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ১৯ বছর বয়সি এ তরুণ। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ফেরিস পান ৫ উইকেট। নিউ সাউথ ওয়েলসের এ পেসার একই মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট পকেটে পুরেন।

অন্যদিকে মেহেদী হাসান মিরাজ নিজের অভিষেক টেস্টে নিয়েছিলেন ৭টি উইকেট।এরপর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। দারুণ বোলিংয়ের ধারাবাহিকতায় মিরাজ দ্বিতীয় ইনিংসেও নিলেন ৬ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত মিরাজের উইকেট সংখ্যা ১৯টি।

চট্টগ্রামে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মিরাজ। ঢাকায় দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। এরপর আরো ১ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও গড়েন ডানহাতি এই অফস্পিনার। সব মিলিয়ে মিরাজের পকেটে এখন ১৯ উইকেট।

 

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ার মধ্য দিয়ে এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ারও রেকর্ড গড়েছেন মিরাজ। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাঁহাতি স্পিনার যখন ১২ উইকেট নিয়েছিলেন তাঁর বয়স ১৮ বছর ৪০ দিন। মিরাজ কম ওভারে ১২ উইকেট নিয়ে এনামুল জুনিয়রকে ছাড়িয়ে গেছেন।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!