মিরসরাই অটিজম সেন্টার রোটারির ব্রান্ডিং প্রতিষ্ঠানে রূপ নেবে: আনিসুজ্জামান

আরআরএফসি সাবেক রোটারি গভর্নর ড. মীর আনিসুজ্জামান একেএস বলেছেন, বিশ্বকে পোলিওমুক্ত করতে রোটারিয়ানরা অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে নির্মাণ হতে যাওয়া মিরসরাই অটিজম সেন্টারও রোটারিয়ানদের ব্রান্ডিং প্রতিষ্ঠানে পরিণত হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মানোন্নয়নে অতীতের মতো সকল রোটারিয়ানদের মিরসরাই অটিজম সেন্টার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

তিনি শুক্রবার (৯ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের উদ্যোগে হিস্টোরি অব পোলিও সাপোর্টেড বাই রোটারি, ক্লাবের বোর্ড সভা, অ্যাসেম্বলি অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

ড. মীর আনিসুজ্জামান বলেন, ৩২ বছর ধরে রোটারি বিশ্বকে পোলিও মুক্ত করার জন্যে কাজ করছে। কুসংস্কারের জন্যে এখনো পাকিস্তান ও আফগানিস্তানকে পোলিওমুক্ত করা যায়নি। তবে জীবনের ঝুঁকি নিয়ে রোটারিয়ানরা সেখানে কাজ করছে, এ দুটি দেশও অদূর ভবিষ্যতে পোলিওমুক্ত হবে।

রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের সভাপতি মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ক্লাবের বুলেটিন এডিটর লেখক সাংবাদিক শাহাদৎ হোসেন চৌধুরীকে কবিতায় বিশেষ অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।
মিরসরাই অটিজম সেন্টার রোটারির ব্রান্ডিং প্রতিষ্ঠানে রূপ নেবে: আনিসুজ্জামান 1
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার রোটারিয়ান সামিনা ইসলাম বলেন, রোটারিয়ানরা সৌভাগ্যবঞ্চিত জনগোষ্ঠীদের উন্নয়নে নিজেদের উৎসর্গ করতে চায়। মিরসরাইতে উন্নয়ন সংস্থা অপকা এবং রোটারি ক্লাব প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অটিজম সেন্টার গড়ে তুলছে। এটি প্রবিবন্ধীবান্ধব সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, ক্লাবের দায়িত্বরত সহকারি গভর্নর রোটারিয়ান মোহাম্মদ ফরহাদ হোসেন, রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, হিলটাউনের রোটারিয়ান পিপি মো. শামসুল হুদা, রোটারিয়ান পিপি মোহাম্মদ মুজিবুল্লাহ, রোটারিয়ান পিপি মো. আমজাদ হোসেন, রোটারিয়ান আইপিপি দেবদুলাল ভৌমিক, সাবেক সেক্রেটারি রোটারিয়ান মো. গোলাম মাওলা মামুন, রোটারিয়ান পিআই মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি রোটারিয়ান মোহাং রবিউল হোসেন, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান প্রদীপ কুমার দাশ, রোটারিয়ান জনার্দন বণিক, কোষাধ্যক্ষ রোটারিয়ান সন্তোষ কুমার ভৌমিক,রোটারিয়ান কৃষিবিদ প্রদীপ কুমার দাশ, রোটারিয়ান শীলা চৌধুরী, রোটারিয়ান নুসরাত জাহান, রোটারিয়ান শাহাদাৎ হোসেন চৌধুরী, রোটারেক্ট ক্লাব অব অপরূপা চট্টগ্রাম এর প্রেসিডেন্ট নাইমুল ইসলাম ও সেক্রেটারি মনির উদ্দিন মুন্না।

অনুষ্ঠানে কেক কেটে রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের সহ-সভাপতি গোলাম মাওলা মামুনের জন্মদিন উদযাপন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!