মিরসরাইয়ে র‌্যাবের ওপর হামলার মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের ওপর হামলার মূলহোতা মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার শাকিল (২৮) ফেনীর জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহরকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘গত ২৫ মে র‌্যাবের একটি অভিযানিক দল এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে র‌্যাবের গাড়ি আটকানোর চেষ্টা করে। আটকাতে ব্যর্থ হলে পরে বারইয়ারহাট ফুটওভার ব্রিজ এলাকায় দুটি কাভার্ডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেয়। এরপর র‌্যাবের ওপর অতর্কিত হামলা চালায়।’

তিনি বলেন, ‘হামলায় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হন। একইসঙ্গে একটি প্রাইভেটকারও ভাংচুর হয়। ঘটনার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি, সিসিটিভির ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে গত ২৬ মে জোরারগঞ্জ ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে মাদকদ্রব্যসহ আটক করে।’

তিনি আরও বলেন, ‘র‌্যাবের ওপর হামলাকারী মূলহোতা মো. শাকিল ঘটনার পরপরই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায়। সেখানে দু’মাস আত্মগোপনে ছিলেন। গত ২৬ জুলাই বিকালে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানা এবং ফেনীর ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ছয়টি মামলা রয়েছে।’

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, ‘র‌্যাবের ওপর হামলার মূল আসামি মো. শাকিলকে বুধবার ভোরে থানায় হস্তান্তর করা হয়। একইদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!