মিরসরাইয়ে মাটি কাটার দায়ে স্কেভেটর ও ২ পিকআপ জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি স্কেভেটর ও দুটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জানুয়ারি) সকালে মিঠানালা ইউনিয়নের হাদি মুছা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

অভিযানের সময় স্কেভেটর ও পিকআপ মালিক পালিয়ে গেছে। মালিক না পেয়ে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেনের জিম্মায় দেওয়া হয়েছে স্কেভেটরটি এবং পিকআপ দুটি মিরসরাই থানার জিম্মায় রাখা হয়েছে।

এলাকাবাসীরা অভিযোগ করেন, গত ৮/১০দিন ধরে শরিফ উদ্দিন নামে জনৈক ব্যক্তি কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, ‌‘কৃষি জমিতে টপ সয়েল কাটার ফলে মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়ছে মানুষ। মিরসরাই উপজেলা প্রশাসন এ ধরনের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে জমির উর্বরতা হারাচ্ছে। আগামীতে খাদ্য ঘাটতিসহ পরিবেশ বিপর্যয়ের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়বে। এ ধরনের অপরাধমূলক কাজে কখনো সামান্যতম ছাড় দেওয়া হবে না।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!