মিরসরাইয়ে পুড়ল ৪ বাড়ি, ২০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় করেরহাট ইউনিয়নের সরকার তালুক এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শাহাব উদ্দিন, মো. ছোটন, হুনু বিবি ও মোহাম্মদ ডালিমের পরিবার।

স্থানীয় এমরুল আলম নামের একব্যক্তি বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৪টি বাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে মিরসরাইয় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভীর আহাম্মেদ। তিনি বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, আগুন লাগার খবর শুনেছি। আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে আগামীকাল সকালে উপজেলা প্রশাসন থেকে ত্রাণ দেওয়া হবে।

এদিকে ঘটনার পর ক্ষতিগ্রস্তদের চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!