মিরসরাইয়ে পাহাড় কেটে বালু লুট, ২ ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে বালু লুট করে বিক্রি করার দায়ে দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার করেরহাটের ঘেঁড়ামারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

এ সময় স্থানীয় আব্দুল মান্নান ও মো. জামালকে (কালা জামাল) তাৎক্ষণিক এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি জানতে পেরে রোববার বিকেলে করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে পাহাড় কাটার বিষয়টি প্রমাণ হওয়ায় অভিযুক্ত দুজনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং তাদের পাহাড় না কাটার জন্য সতর্ক করা হয়। আমাদের যান্ত্রিক সক্ষমতা না থাকায় সেখানে পাহাড় কেটে স্তূপ করে রাখা বালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় নি। জেলা প্রশাসক স্যারের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!