মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এবার স্কুলশিক্ষক নিহত

একই জায়গায় দেড় বছরে নিহত ১২ জন

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় সালামত উল্লাহ নামের ৫৮ বছর বয়সী এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বারইয়ারহাট রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। গত দেড় বছরে বারইয়ারহাট পৌরসভার রেলগেট ও আশপাশে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে প্রায় ১০ জন নিহত হয়েছে।

নিহত শিক্ষক মিরসরাইয়ের ৪ নম্বর ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের অলি আহম্মদের ছেলে এবং মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক।

জানা গেছে, রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সালামত উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‌‘বারইয়ারহাট রেলগেইটে ট্রেনের ধাক্কায় একব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। তবে দুর্ঘটনাস্থল দেখভাল করে রেলওয়ে পুলিশ।’

গত ৬ জানুয়ারিও বারইয়ারহাট পৌরসভার রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুর রফিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। ওই ব্যক্তি খাগড়াছড়ি থেকে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট নামেন। এসময় রেলগেইট পার হওয়ার সময় একটি চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন। তিনি নোয়াখালী জেলার সুধারামপুর থানার মৃত জয়দুল মিয়ার ছেলে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!