মিরসরাইয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত যুবলীগ নেতা এলিটের

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট মিরসরাই উপজেলার দলের প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করেন।

শুক্রবার (১৭ মার্চ) মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা এলাকায় নিয়াজ মোর্শেদ এলিট প্রয়াত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের কবর জিয়ারত করেন।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘আমি গত ১২ বছর ধরে জুনিয়র চেম্বার বাংলাদেশ, কালের কন্ঠ শুভসংঘ এবং মানবাধিকারের ব্যানারে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা প্রতি বছর শীতে কষ্ট পাওয়া মানুষের জন্য মানবিক যুবলীগের ব্যানারে শেখ হাসিনার উপহার হিসেবে কম্বল বিতরণ, হুইলচেয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি প্রতিবন্ধীদের জন্য। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছি।’

এলিট বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে, আমরা প্রথম রমজান থেকে শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেবো। আমরা ইতিমধ্যে অসহায়দের নামের তালিকা তৈরি করেছি।’

২০০১ সাল পরবর্তী জামায়াত-বিএনপির হাতে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এলিট।

শুক্রবার তিনি ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম মোক্তার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম ভুঁইয়া, সাহেরখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান মো. মোস্তফার কবর জিয়ারত করের।

এছাড়াও অলিয়ে কামেল শাহ সুফি হযরত মাওলানা ইদ্রিস মিয়া (র.) সাহেবের মাজার, ইসলামি শিক্ষাবিদ ও চিন্তাবিদ হযরত মাওলানা আবদুল কাইয়ুম নিজামীর কবর জিয়ারত করেন এলিট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!