মিরসরাইয়ে প্রভু জগদ্বন্ধুর আবির্ভাব তিথিতে নানান আয়োজন

চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় মিরসরাইয়ের ১০ নম্বর মিঠানালা গ্রামের শহীদ ড. বিনয় ভূষণ নাহা বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১০ মার্চ) মহানাম কীর্তন করবে কীর্তনীয়া দল। দুপুরে প্রায় ২ হাজার লোকের মাঝে বিতরণ করা হবে মহাপ্রসাদ।  সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মঙ্গলারতি।

এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলো মহাবিদ্যাপিঠ (সপ্ত আলো) সাংস্কৃতিক অঙ্গণের কর্ণধার শ্যামল রাজ দত্ত।

এছাড়া বাদ্যযন্ত্র সঞ্চলনায় গিটারে জিকু সরকার,
কি-বোর্ডে নির্মল দাশ লক্ষণ, অক্টোপ্যাডে পিপলু দত্ত ও তবলায় ছিলেন বিকাশ আচার্য।

এই সময় শহীদ ড. বিনয়ী ভূষণ নাহা বাড়ির শিক্ষানবিশ ক্ষুদে শিল্পীরা বিভিন্ন ভক্তিমূলক ধর্মীয় ও সামাজিক গান গেয়ে শোনান। এতে অংশ নেন গৌরব মজুমদার, ঐশী দে, পূর্ণতা নাহা রাত্রি, অভ্র নাহা, শ্রেষ্ঠা নাহা, মুন ভদ্র, অর্পিতা নাহা।

অনুষ্ঠানের আয়োজক ও পূর্ণতা সিটিভির সত্ত্বাধিকারী রাজীব নাহা বলেন, ‘এই প্রথম শহীদ ড. বিনয় ভূষণ নাহার বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে করার চেষ্টা করবো।’

জানা গেছে, স্বাধীনতা যুদ্ধের ৫৫ বছর আগে থেকে প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হচ্ছে করেন এই বাড়িতে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!