মিথ্যা হত্যাচেষ্টা মামলায় বাদির কারাদণ্ড রাঙামাটিতে

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়ের করার ঘটনায় মোহাম্মদ ইসমাইল নামের এক বাদিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোরশেদ খানের আদালত এ রায় দেন। বাদী ইসমাইলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মনজুরুল ইসলাম জানান, ২০১৩ সালের ২৮ মে নানিয়ারচর থানায় মোহাম্মদ ইসমাইল বাদী হয়ে তার মেয়ে সুরমা আক্তারকে (১৩) হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। তদন্ত শেষে পাঁচ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। ২০১৩ সালে ২৫ নভেম্বর চার্জশিট দাখিলের পর ২০১৫ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

সাক্ষ্য শেষে গত ১৯ নভেম্বর ওই মামলার রায়ে আসামিরা খালাস পান। কিন্তু মামলার সাক্ষীদের সাক্ষ্যে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় রায় ঘোষণার দিনেই বাদিকে শোকজ করেন বিচারক। কেন মিথ্যা মামলা দায়ের করেছেন তার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। বাদির দেওয়া ব্যাখ্যার উপর শুনানি শেষে বৃহস্পতিবার বাদির বক্তব্য গ্রহণযোগ্য না হওয়ায় মিথ্যা মামলা দায়ের করায় বাদী ইসমাইলকে (১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ২৫০ (২), (৫) ধারায়) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির নির্দেশ দেন আদালত।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!