মিতু হত্যা মামলায় সাকুও চারদিনের রিমান্ডে

মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি নিখোঁজ কামরুল সিকদার ওরফে মুছার বড় ভাই সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকুকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেল পৌনে চারটায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

এর আগে বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় সাকুকে। মাহমুদার বাবার করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট থেকে গ্রেফতারের পর তাকে র‍্যাব পিবিআইয়ের কাছে হস্তান্তর করে।

বিয়ষটি নিশ্চিত করেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, আসামি সাকুকে জিজ্ঞাসাবাদ করতে পিবিআই সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!