মিতু হত্যা—বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে

মিতু হত্যা মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মে) দুপুর তিনটায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন বলেন, তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় দায়ের করা মামলার চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১২ মে) দুপুর ১টার দিকে আদালতে এটি জমা দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, স্ত্রী হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় এই মামলার চুড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। কারণ বাবুল মামলার বাদি।

এদিকে বাবুলকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মিতুর বাবা মোশারররফ হোসেন। সেখানে বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম ওরফে মিতুকে। ওই ঘটনায় বাদি হয়ে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় মামলা করেছিলেন।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!