মিতু হত্যায় আটককৃতদের ছেড়ে দিয়েছে পুলিশ

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
13344726_952718674849806_888851442149329414_n
সোমবার রাতে নগরীর গোয়েন্দা কার্যালয় থেকে ওই চারজনকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, রোববার সকালে মিতু হত্যার পর নগরীর দামপাড়া কুসুমবাগ আবাসিক এলাকা থেকে দুইজন এবং রাতে মীরসরাই উপজেলা থেকে দুুইজনকে আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগর পু1796622_305578812975643_1413151455906398186_nলিশ কমিশনার ইকবাল বাহার চারজনকে আটকের কথা নিশ্চিত করে বলেছিলেন, ‘চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

 

 
রবিবার সকাল ৬ টা ৩৩ মিনিটে নগরীর ও আর নিজাম রোডে এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আকতার মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ওই এলাকার একটি ভবনের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে খুন করে মোটর সাইকেলে তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়। একই দিন রাতে পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে এই মোটর সাইকেলটি উদ্ধারের পর পুলিশ নিশ্চিত করে, এটিই খুনিরা ব্যবহার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!