‘মিড ডে মিল শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে’

‘প্রাথমিক শিক্ষার্থীদের মিড ডে মিল বা দুপুরের খাবারে বিতরণ একটি আধুনিক ও শিক্ষার প্রসারে সহায়ক উদ্যোগ। এতে শিক্ষার্থী ঝরে পড়া কমে ও স্কুলে উপস্থিতির হার বাড়ায়। রাউজান উপজেলা প্রশাসন যেভাবে ‘মিড ডে মিল’ চালু করেছে। সেটি পুরো চট্টগ্রামে চালু করা দরকার। সবার সহযোগিতায় জেলা প্রশাসন তা চালু করবে।’

শনিবার (৩১ আগস্ট) রাউজানের চিকদাইর মুন্সিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো.ইলয়াস হোসেন এসব কথা বলেন।

এ সময় তিনি শিক্ষাথীদের মিড ডে মিল বিতরণ, সততা স্টোর ও মাঝে স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন করেন। শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও ব্যাগ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন। সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এহছানুল হক চৌধুরী বাবুল।

উল্লেখ্য, রাউজানের ১৮২ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন ‘ মিড ডে মিল’ দেওয়া হয়। স্থানীয় সাংসদ ফজলে করিম ও উপজেলা চেয়াম্যান এহছানুল হক বাবুল সহ স্থানীয় লোকজনের সহায়তায় এ উদ্যোগ ২০১৭ সাল থেকে চালু হয়।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!