মা-ছেলেকে মারধরের ঘটনায় একজনের কারাদণ্ড

লকডাউনে প্রথম সাজা

মা-ছেলেকে মারধরের অপরাধে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. ফয়সাল খান নামের একব্যক্তিকে একবছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। লকডাউনের পর রাঙামাটি আদালতে এটিই প্রথম সাজা।

মারধরের শিকার দুইজন হলেন শহরের কাঁঠালতলী এলাকার মুন্নী বেগম (৫০) এবং তার ছেলে হুমায়ুন কবির।

সোমবার (১০ জুলাই) রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, ২০১০ সালের ৫ মার্চ মুন্নী বেগম ও তার ছেলে হুমায়ুন করিবকে মারধরের ঘটনায় তার মেয়ে আনোয়ারা বেগম বাদী হয়ে ফয়সাল খান, হারুন খান ও হানিফ খানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ২০১০ সালে ৩১ মে মামলাটির চার্জশিট দাখিলের পর ২০১১ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। আজ এ মামলার রায়ে আসামি ফয়সাল খানকে একবছর ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে বাকি দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!