মা ইলিশ রক্ষায় অভিযান, আনোয়ারায় জেলিযুক্ত চিংড়ি জব্দ

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন মাছের আড়তে অভিযান চালিয়ে ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালাবিবি দীঘির মোড় মাছের আড়ত ও চাতরী চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। অভিযানে ৪০ মাছ জব্দ করা হয়েছে।

অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে বলেও জানান মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

প্রসঙ্গত, সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বুধবার (১৪ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ থাকছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!