মায়ের চোখের সামনেই ছাদ থেকে পড়ে মেয়ের মৃত্যু চান্দগাঁওয়ে

মায়ের সঙ্গে গাছে পানি দিতে গিয়ে মাথা ঘুরে বাড়ির ছাদ থেকে পড়ে ফাতেমা আক্তার নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।

ছাদে পানি দিতে গেলে হঠাৎ পা পিছলে পড়ে যান ফাতেমা (২২)। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু করেন।

সোমবার (১৬ মে) চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার নিউ চান্দগাঁও হারবারেস নীড়ে এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমার মৃত হাজী আবুল খায়ের। তিনি চট্টগ্রাম ড্যাফোডিল আইটি ইনিস্টিটিউটের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফাতেমার ভাই মো. হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রতিদিনের মত আজও বিকালে মায়ের সঙ্গে ছাদের টবে গাছে পানি দিতে গিয়েছিল আমার বোন। হঠাৎ মাথা ঘুড়ে পা পিছলে ছাদ থেকে ভবনের নীচে মাঠে পড়ে যায় সে। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আমরা দুই ভাই, দুই বোন। বাবা মারা গিয়েছেন। চোখের সামনে আমার বোনের আকস্মিক মৃত্যু আমার মা মেনে নিতে পারছেন না। পুরো পরিবার এ শোক আমরা কীভাবে সামাল দিব জানা নেই।’

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ফাতেমা আক্তারকে বিকেল সাড়ে ৫টার দিকে মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস কেয়ারে চিকিৎসা দেওয়ার সময় মারা যান। ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন ফাতেমা। ব্রেন হেমারেজ হয়েই তার মৃত্যু হয়েছে।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!