মাস ব্যাপী বাণিজ্য মেলার সমাপনী

চট্টগ্রাম সিটি এলাকার সীমানা বাড়ানো উচিৎ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মাস ব্যাপী বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে নগরীর আগ্রাবাদস্থ ওয়াল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, কালুরঘাট এবং ভাটিয়ারী সহ অনেক গুরুত্বপূর্ন জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে। মেট্রো এরিয়া বাড়ানোর পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ার সীমানা বাড়ানোও সময়ের দাবী।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দুর এগিয়ে গেছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। খাদ্যে স্বয়ংসম্পুন্ন হয়েছে অনেক আগেই। দেশের চাহিদা মিটিয়ে আমরা এখন চাল রফতানি করছি। এ বছর ৩ লাখ টন আলু উদ্বৃত্ত। নেপালের ভূমিকম্পের সময় ৩০ হাজার টন চাল দিয়েছে। বাংলাদেশকে এখন আর সাহয্যের দিকে তাকিয়ে থাকতে হয়না। উল্টো আমরা বিভিন্ন রাষ্ট্রে সহযোগীতা করছি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, সিএমপির কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ, চেম্বার পরিচালক এ কে এম আকতার হোসেন, ছৈয়দ ছগীর আহমদ ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!