মাস্ক না পরায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা

দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব মেনে চলতে ও মুখে মাস্ক পরতে চট্টগ্রাম নগরীতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মুখে মাস্ক না পরায় ৫০ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালীর মোড়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষই তা মানছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা-ঘাট, বিপনি বিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছে। তাই যারা ঘরের বাইরে মাস্ক ছাড়া চলাফেরা করছে তাদের জরিমানা করা হয়েছে। জরিমানার অংকের চেয়ে জরিমানার ফলে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা ও মানসিকতা সৃষ্টির চেষ্টা করছি।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!