মাষ্টার দা সুর্যসেনের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুর্খাজি

মাষ্টার দা সুর্যসেনের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুর্খাজি 1নিজস্ব প্রতিবেদক ঃ মাষ্টার দা সুর্যসেনের জম্মভুমি রাউজানে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুর্খাজি এসে ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টার সময়ে রাউজান কলেজের পশ্চিম পার্শ্বে মাস্টার দা সৃর্য সেনের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রর্দ্বা নিবেদন করেন । পরে নব নির্মিতবিপ্লবী মাস্টার দা সুর্য সেন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পরে রাউজানের হাফেজ বজলুল রহমান সড়ক দিয়ে রাউজান নোয়াপাড়ায় বিপ্লবী মাস্টার দা সুর্য সেনের বসতবাড়ী রাউজানের নোয়াপাড়া সুর্য সেন পল্লী পরিদর্শন করেন । ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিলাং, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, আওয়ামী লীগ নেতা শ্যামল পালিত, সাংবাদিক নিরুপম দাশ গুপ্ত । ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাউজানে সড়ক পথে রাউজানে আসার সময়ে সড়কের দুই পার্শ্বে হাজার হাজার উৎ’সুক জনতা দাড়িয়ে তাকে স্বাগত্ব জানান । ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাউজান সফর কে কেন্দ্র করে রাউজানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় । সড়কে ও ভবনের উপরে এস এস এফ, পুলিশ, র‌্যাবের সদস্যরা দাড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় । বিট্রিশ বিরোধী আনোদালনের অগ্রনায়ক বিপ্লবী মাস্টার দা সুর্য সেনের বসত ভিটায় মাস্টার দা সুর্য সেন মাতৃসদন হাসপাতাল নির্মান করা হয় ।

গত ২০১২ সালে রাউজান বিশ্বিবিদ্যালয় কলেজের পশ্চিমে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পার্শ্বে রাউজান নোয়াপাড়া সড়কের প্রবেশ মুখে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ম্াস্টার দা সুর্য সেন তোরন ও মাস্টার দা সুর্য সেন চত্বর নির্মান করেন । ২০১২ সালের ১২ জানুয়ারী মাস্টার দা সুর্য সেন তোরন ও চত্বরের উদ্বোধন করেন মাস্টার দা সুর্যসেনের সহযোগি প্রয়াত বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী । সুর্য সেন চত্বরের পার্শ্বে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি মাস্টার দা সুর্যসেনর ভাষ্কর্য নিমান করেন । পরে ভাষ্কর্য এলাকায় মাস্টার দা সুর্য সেন পাঠাগার ভবন নির্মান করেন । এছাড়া ও রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঢালারমুখ এলাকায় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি মাস্টার দা সুর্য সেন সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান করেন ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!