মালয়েশিয়া পাচারকালে ২৭ রোহিঙ্গা আটক

বুধবার ৩ এপ্রিল ভোর রাতে কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত রোহিঙ্গাদরে মধ্যে ৩ জন পুরুষ, ১৬ জান নারী ও ৮ জন শিশু ছিল।

টেকনাফের ২ নম্বর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুরেরমুখে অস্থায়ী চেকপোষ্ট ও মহেশখালীতে বিজিবি সদস্যদের অভিযানে তাদের আটক করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!