মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গা উদ্ধার, মহেশখালীতে দালাল আটক

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

সেখান থেকে দালাল সন্দেহে আটক করা হয় এক ব্যক্তিকে। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

এদিকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উদ্ধারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি প্রভাষ চন্দ্র ধর চট্টগ্রাম প্রতিদিনকে জানান-তার নেতৃত্বে মহেশখালী কক্সবাজার নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশ অন্তত ১০ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে। তাছাড়া মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া পৌর শহরের গোরকঘাটা বাজার এলাকা থেকে ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।

অপরদিকে কক্সবাজার থেকে মহেশখালীর দিকে আসা রোহিঙ্গাবাহী একটি ট্রলারকে উল্টো দিকে ফিরিয়ে দেয়া হয়।

পুলিশ জানায়, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য এসব রোহিঙ্গাকে একটি দালালচক্র কর্তৃক মহেশখালী দ্বীপে নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় দালাল সন্দেহে বাংলাদেশী এক যুবককে আটক করেছে পুলিশ।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!