মালয়েশিয়া গমনের চেষ্টাকালে সেন্টমার্টিন থেকে দুই দালালসহ ৬০ রোহিঙ্গা আটক

মালয়েশিয়া যাবার চেষ্টাকালে বঙ্গোপসাগর থেকে দুই দালালকে আটক ও ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড বাহিনী। এ সময় পাচারকালে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃতদের মধ্যে ২০ পুরুষ, ২৮ নারী এবং ১০ শিশু রয়েছে। এ সময় দুই দালাল ও একটি ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ড গণমাধ্যম শাখার একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত দালালরা হলেন টেকনাফ নাইক্ষ্যংপাড়ার রশিদ আহমদের ছেলে জুয়েল (২৩) ও কুতুপালং পাঁচ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাবিব উল্লার ছেলে ওমর ফারুক (২৩)।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর পাশাপাশি দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!