মারা গেলেন চট্টগ্রামের প্রবীণ আইনজীবী সিরাজুল ইসলাম

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলাম মারা গেছেন। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওইদিনই তাকে হাসপাতালটিতে নেওয়া হয়েছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম কোর্ট হিল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সিরাজুল ইসলামের দ্বিতীয় জানাজা হবে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আ ক ম সিরাজুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ২০০৮ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থীও হয়েছিলেন তিনি।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন প্রবীণ এই আইনজীবী।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!