মাদ্রাসা শিক্ষার্থী হাবিবুর হত্যা: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নগরের বায়জিদ থানাধীন ওয়াজেদিয়া ওমর ফারুক আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র হাবিবুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানালেন তালীমুল কোরআন কমপ্লেক্সের চেয়ারম্যান অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ তৈয়ব।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সেগুনবাগান মাদ্রাসায় আয়েজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ তৈয়ব বলেন, মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান আমাদের সন্তান। তার মৃত্যুর পেছনে যে বা যারাই জড়িত থাকুক স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিকে শনাক্ত করা হোক। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

তিনি বলেন,‘ছাত্র নিহত হওয়ার ঘটনায় মসজিদ ও মাদ্রারাসাটি কোনোভাবেই বিচারকার্য বা তদন্তের প্রতিবন্ধকতা নয়। তাই প্রতিষ্ঠানটি চালু করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।’

প্রসংগত, বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময়ে ওমর ফারুক আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র হাবিবুর রহমান (১১) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। মাদ্রাসার মসজিদে জানালার গ্রিলের সাথে ঝোলানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনার পর মাদ্রাসা ও মসজিদ বন্ধ করে দেয় এলাকাবাসী এবং প্রশাসন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!