মাদ্রাসা ভবনের ছাদে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু হল শিশুর

মাদ্রাসা ভবনের ছাদে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে মো. তাসিম রুবাইয়া (৭) নামের এক শিশু।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। শিশুটি মাদ্রাসায় ভর্তি হতে গিয়েছিল বলে জানা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ডুলাহাজরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে।

নিহত শিশু তাসিম লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুরুপপাতা ঝিরি গ্রামের নুরুল আমিন প্রকাশ বাবুলের ছেলে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোলাইমান জানান, শিশু তাসিম তার বড় ভাইয়ের সাথে ডুলাহাজারা পাগলীরবিলের শাহ মজিদিয়া রশিদিয়া হাফেজ খানা মাদ্রাসায় ভর্তি হতে আসে। মাদ্রাসার পাশের মসজিদে জুমার নামাজ সেরে সে অন্য শিশুদের সাথে ওই মাদ্রাসার ছাদে খেলতে ওঠে। এ সময় ছাদের ওপর থাকা পল্লী বিদ্যুতের লাইনের খোলা তারে আটকা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ডুলাহাজারা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের নবাগত ইনচার্জ মো. সাহেদুল ইসলাম বলেন, দুদিনের মধ্যেই এ সমস্যার সমাধান করা হবে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!