মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমীন

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে অনবদ্য অবদানের জন্য ভারতে মাদার তেরেসা আন্তর্জাতিক পুরষ্কারে ভুষিত হয়েছেন সাইফ পাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম আবাহনী লি. এর সহ সভাপতি তরফদার মোঃ রুহুল আমীন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরষ্কার তুলে দেন পশ্চিম বঙ্গের সাবেক গভর্নর এবং কলকাতা ও এলাহবাদ হাইকোর্টের সাবেক প্রধান বিচারক জাস্টিস শ্যামল সেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন কমান্ড (হেড কোয়ার্টার) জিওসি লে. জেনারেল রানা প্রতাপ কালিতা, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কনস্যুলার মো. বশির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ড. টি এইচ আয়ারল্যান্ড।

প্রসঙ্গত, বাংলাদেশের ফুটবলে বিশেষ অবদান রেখে যাচ্ছেন তরফদার মো. রুহুল আমীন। তিনি চট্টগ্রাম শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ইতিহাস সৃষ্টি করেন।

এছাড়া মহামারি করোনাকালে দেশের ৬৪ জেলার ১০০টির মত ক্লাব এবং প্রায় এক হাজার ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন সহযোগিতা নিয়ে। যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে বিরল এক ঘটনা।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!