‘মাদক ব্যবসা আর না’ মসজিদে গিয়ে ওয়াদা দুই কারবারির

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মেহেদীবাগ জামে মসজিদে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে দুই মাদক কারবারি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের আগে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আত্মসমর্পণ করে তারা। আত্মসমর্পণ করা ঐ দুই ব্যক্তির নাম মফিজুর রহমান মানিক (২৬) ও আব্দুল হালিম দুদু (৩২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মানিক ও দুদু নামে দুই মাদক ব্যবসায়ী আজ মেহেদীবাগ জামে মসজিদে জুমার নামাজের পূর্বে আত্মসমর্পণ করেছে। মুসল্লিদের সামনে তারা ওয়াদা করেছে ভবিষ্যতে আর মাদক ব্যবসা করবে না।

তিনি আরও জানান, আত্মসর্মপণকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাকলিয়া থানায় একাধিক মামলা চলমান আছে। তারা বাকলিয়া থানার বহু মামলার জামিন প্রাপ্ত আসামি।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৭ মে বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মাদানী মসজিদে মুসল্লিদের সামনে পুলিশের কাছে সাত ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পন করেছিল।


এআরটি/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!