মাদক বেপারী অনুপের ‘সেকেন্ড ইন কমান্ডের’ জামিনে না, গেল কারাগারে

চট্টগ্রামের ফিশারীঘাট এলাকার চিহ্নিত মাদককারবারি অনুপ বিশ্বাসের ‘সেকেন্ড ইন কমান্ড’ সাগর দাশকে (২৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার সাগর দাশ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

সাগর দাশ চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটার ইকবাল রোডের মনোহর খালী এলাকার শংকর দাশের সন্তান।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান বলেন, ‘সাগর দাশকে একজনের উপর হামলার ঘটনার দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণ করে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তার রিমান্ড চাওয়া হবে।’

এর আগে ১০ এপ্রিল নগর ফিশারীঘাট এলাকায় অবাধে চোলাই মদ বেচাকেনার প্রতিবাদ করায় চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পরদিন (১১ এপ্রিল) আহত এনামুল হকের ছোট ভাই সাইফুল হক বাদি হয়ে ৮ জন মাদককারবারির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রধার আসামী ছিলেন সাগর দাশ।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!