মাদক কারবারি ধরতে গিয়ে ছুরিকাঘাতে জীবন শেষ যুবকের

চট্টগ্রামে মাদক কারবারিদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ছাত্রদল কর্মী। নগরীর আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় মাদক কারবারিদের হাতে আহতের পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু ঘটে।

নিহতের নাম মীর সাদেক অভি ওরফে অভি মীর (২৪)। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

অভি মীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বন্ধু সাইফুল ইসলাম। অভি মীর ছাত্রদলের কর্মী বলে জানান তিনি।

জানা গেছে, গত ১৮ জুন সন্ধ্যায় অভি মীরসহ কয়েকজন তরুণ এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরতে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা অভির বুকে পিঠে এবং তলপেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসা হয়েছিল। পরে তার অবস্থার অবনতি হলে সোমবার (২২ জুন) তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার গভীর রাতে সেখানে মারা যান।

এদিকে, মৃত্যুর আগে আহত অবস্থায় অভি নিজে বাদী হয়ে তার উপর হামলাকারীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশকে ফোনে কয়েকবার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

এসআর/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!