মাদক ও টেন্ডারবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে: ইঞ্জিনিয়ার মোশাররফ

মিরসরাইয়ে আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল

‘যারা মাদক সন্ত্রাস ও টেন্ডারবাজির সাথে জড়িত তাদের ধরার জন্যে ইতোমধ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। যা পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও শুরু হবে। কোন অপরাধী ছাড় পাবে না।’

শনিবার (২ নভেম্বর) মিরসরাই পৌরসভা ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

ওইদিন সকাল সাড়ে ১০টায় স্থানীয় মিঠাছরা বাজারের শাসা কমিউনিটি সেন্টারে শুরু হওয়া মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে দেশের তরুণ সমাজের কর্মসংস্থান প্রসঙ্গ তুলে ধরে সাবেক এ মন্ত্রী বলেন, ‘সরকার তরুণদের কমসংস্থানের লক্ষ্যে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ করছে। যেখানে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে। মিরসরাই-সীতাকুণ্ড-সোনাগাজী নিয়ে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর হবে দক্ষিণ এশিয়ার লাক্সারিয়াজ ইকনোমকি জোন।’

ওইদিন বিকেলে স্থানীয় সরকারি পাইলট স্কুল মাঠে মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের কাউন্সিলে রাজনীতিতে ত্যাগী ও নিষ্ঠাবানদের গুরুত্বারোপ করে মোশাররফ হোসেন বলেন, ‘যারা দলের দুর্দিনে কর্মীদের পাশে ছিল রাজনীতিতে স্বচ্ছ ছিল তাদের মূল্যায়ন করতে হবে। ত্যাগী ও নিষ্ঠাবানদের মূল্যায়ন ছাড়া দলের তৃণমূল সুসংগঠিত হবে না।’

উভয় কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল, সদস্য খোরশেদ আলম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

ওইদিন উভয় কাউন্সিল অনুষ্ঠানে প্রার্থীদের সমঝোতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নির্বাচন করা হয়। এতে মিরসরাই সদর ইউনিয়নে সভাপতি পদে শামসুল আলম দিদার ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন মো. গিয়াস উদ্দিন ও সাধরণ সম্পাদক পদে মো. জাফর উদ্দিন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!