মাদকাসক্ত—অসহায় পথশিশুদের দিয়ে জুম বাংলাদেশ স্কুল চট্টগ্রামের যাত্রা শুরু

‘মুছে যাক অন্ধকার, দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক।’ এমন ভাবনা থেকে ছিন্নমূল পথশিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে স্বেচ্ছায় শিক্ষা দিচ্ছেন জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার কয়েকজন স্বেচ্ছাসেবী।

চট্টগ্রাম সিআরবি শিরীষতলা এলাকায় গড়ে তুলেছেন জুম বাংলাদেশ স্কুল নামে সুবিধাবঞ্চিত পথশিশুদের স্কুল। স্কুল থেকে ঝরে পড়া, মাদকাসক্ত এ সব ছিন্নমূল শিশুদের সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার উপকরণ দিয়েও সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

এখানে বস্তির ছিন্নমূল পরিবারের শিশুদের সপ্তাহে তিন দিন বিকেলে খোলা আকাশের নীচে পাঠদান করছেন তারা। বর্তমানে স্কুলে শিশুর সংখ্যা প্রায় ৪০ জন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে চট্টগ্রাম সিআরবি শিরীষতলা এলাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে মোহাম্মদ আলী রাশেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পাসপোর্ট অফিসের বিভাগীয় প্রধান আবু সাঈদ।

বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার পরিচালক মোস্তফা জাহেদ।

এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, তানহা সাথী, জুসনা হক ও এরশাদ হোসেন মুন্না।

শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রধান করেন আগত অতিথিরা ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!