মাদককারবারি ধরতে গিয়ে হামলায় রক্তাক্ত পেকুয়ার ৩ পুলিশ

কক্সবাজারের পেকুয়ায় মাদককারবারির হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে।

বুধবার (৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠাণ্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন ও কনস্টেবল আল আমিন।

পুলিশ সূত্র জানায়, চিহ্নিত মাদকবিক্রেতা শাহ আলমকে ধরতে পুলিশ তার বাড়িতে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারের মাথায় গুরুতর জখম হয়।

আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর আহত পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুজিবুর রহমান বলেন, ‘ভারী অস্ত্রে আঘাতে পুলিশ পরিদর্শক কানন সরকারের মাথা ফেটে গেছে। পুলিশের অপর দুই সদস্যদের শরীরে জখম রয়েছে।’

এ ব্যাপারে কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম বলেন, ‘পুলিশ সদস্যদের ওপর হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!