মাতারবাড়ীতে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

মহেশখালী মাতারবাড়ীর জেলেপাড়া থেকে সাইটপাড়া পর্যন্ত দীর্ঘ ৫ কি.মি. স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকেল ৪টায় নয়াপাড়া সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় মাতারবাড়ীর শিক্ষিত যুব ও ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

এসময় জিও ব্যাগ না দিয়ে ইটের ব্লক দিয়ে মাতারবাড়ীর চারদিকে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা।

গত ২৬ মে ঘূ্ণিঝড় ইয়াসের কারণে দীর্ঘ এক যুগের অধিক অরক্ষিত বেড়িবাঁধটি বিলিন হয়ে যায়। এতে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রায় দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

মানববন্ধনে মাতারবাড়ীর স্থানীয় যুব সমাজ ও বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!