মাতারবাড়ি প্রকল্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৭ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়ি পৌঁছান।

সেখানে ২টা ৪৭ মিনিট পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করে আবারো হেলিকপ্টারে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন মন্ত্রী।

তথ্যটি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ।

বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন-ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধতন কর্মকর্তা, জেলার সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!