মাটিরাঙ্গায় ত্রাণ কার্যক্রমে প্রশাসনের তদারকি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ত্রাণসহ টিসিবির পণ্য বিতরণে নজরদারি ও তদারকি করছে উপজেলা প্রশাসন। ত্রাণ বিতরণে দুর্নীতি প্রতিরোধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ত্রাণ সরকারের দেওয়া নির্দেশনা অনুসারে নিজস্ব তত্ত্বাবধানে এলাকায় বিতরণ করা হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নসহ একযুগে সকল ইউনিয়ন ও পৌরসভায় ৬ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

তিনি বলেন, ‘সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না।’

এ সময় তিনি প্রতি ইউনিয়নে শিশুখাদ্য বিতরণের জন্য চেয়ারম্যানদের কাছে ২৮ হাজার ৫শ টাকা করে হস্তান্তর করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ উদ্দিন শেখ, মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবায়েত তানিম, ইউনিয়ন পরিষদ সচিব কিশোর ধামাই।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!